বেঙ্গল পাবলিকেশন্স ও প্রেস এর পরিচিতি
বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস, নিউ মাকেট ( আন্ডার গ্রাউন ) কান্দিরপাড়া, কুমিল্লা।
কুমিল্লার প্রচীনতম মাকেট,যাহা পাকিস্তান সরকার তেরি শুরু করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কাজ বন্ধ হয়ে যায়। সেই সময় মাকেটের নীচের তলায় ও ২য় তলার আংশিক কাজ হয় এবং কিছু দোকান তেরি হয়। দেশ স্বাধীনতা পর কুমিল্লা পোরসভা ব্যবসারীদের কে দোকান গুলো ভাড়া দেন। ২য় তলায় ৬/ক দোকানে ১৯৮৬ সালে ছাপাঘর ( মাদ্রাসা বিভাগ ) নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালে নাম পরিবতন করে বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস নামে সুনামের সহিত ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন মালিক মোঃ অহিদুর রহমান খন্দকার (এফ এম , বি এ)। দীঘদিন সুনামের সহিত ব্যবসা পরিচালনা করেছেন। যাহা সারা বাংলাদেশে প্রসংশীয় হইয়েছিলেন। ২০০৩ সালে তিনি ইন্তেকাল করেন।